//কষ্টের পরিতোষ//


প্রথম চাওয়াটা নিষ্ফল হলো
দ্বিতীয় চাওয়াটা এখনো চাইনি
তৃতীয় চাওয়াটা ভাবতে পারিনি
ভাবছি, চাওয়া কি উচিৎ সরণী!


যখন চেয়েছি, তখন পেয়েছি
শর্তবিহীন পাওয়ায় ভেসেছি
চাওয়ার পথটা, আঁকড়ে ধরেছি
কখন চাইব, সুযোগ খুঁজেছি।


চেয়েছি এখানে, চেয়েছি ওখানে
বুঝতে চাইনি, চাওয়ার কি মানে
চেয়েছি কিন্তু, শুধু প্রয়োজনে
অপমান বোধ, আসেনি তো মনে।


'কেন তুমি চাও', কেউ তো বলেনি
'কোনো কাজ করো', তাও তো শুনিনি
চাওয়া ভালো নয়, মাথায় ঢোকেনি
ধরেই নিয়েছি, চাওয়াই জীবনী।


আমি যে অনাথ, সকলেই বলে
অনাথ হলেও, প্রাণ আছে ঝুলে
বাঁচব কি করে, আহার না পেলে!
চেয়ে চেয়ে পাই, নয় ছলেবলে।


কত আর আমি, ভাবতে থাকব!
পাপী পেটটাকে, কি করে মানাবো!
দ্বিতীয় বারের চাওয়াতেই যাব
ভাগ্যের পরিহাস কি ভুলব!


কিছুবার চেয়ে, কিছু হাতে এলো
কিন্তু পাওয়ার, খুশী এলোমেলো
'আবার চাইব', ভাবনা জড়ালো
'চাওয়া দূর হোক', মনই জানালো।


'আর চাওয়া নয়', মেনেই নিয়েছি
কর্মের খোঁজে, ঘুরে বেড়িয়েছি
অপমান সহে, শক্ত হয়েছি
নিম্নমানের কাজও ধরেছি।


ধৈর্যের সাথে, করিনি আপোষ
প্রকাশ করিনি, মনে জমা রোষ
শুধরে নিয়েছি, নিজের যা দোষ
জীবনে এখন, ভরা পরিতোষ।


সুবীর সেনগুপ্ত