//অক্ষয়, দুই কাজ নিরন্তর//


জানা আর শেখা, এক হবে নাকি!
কিছুতেই এক, হতেই পারে না
জানা নিয়মিত, শেখা হলো ভারী
এক স্তরে দিলে, বিচার হয় না।


কিছু জানা যায়, অতি সহজেই
জানতে, সময় তেমন লাগে না
শেখা যে হয়না জানার মতন
তাই সব কিছু শেখাও যায় না।


জানা আর শেখা, বলব কি কাজ!
নিশ্চয়ই তাই, এ নয় বাহানা
যেটাই করিনা, লাগবে সময়
কাজের শ্রেণীতে, তাই তো ঠিকানা।


শেখা প্রয়োজনে, জানা প্রয়োজন
প্রথমে না জেনে, শেখাই যায় না
জানতে পারলে, শেখা আসে মনে
এই শৃঙ্খলা, বদল হবে না।


জানা হয়ে যায়, এখন তখন
অনিচ্ছাতেও, জানা হয়ে যায়
শিখতে চাইলে, তবে শেখা শুরু
আর না চাইলে, শেখাও দূরেই।


যত জানা হয়, শেখা তত নয়
কত জেনে ফেলি, মনেও থাকেনা
শেখার সময়, চাই মনোযোগ
শেখা হয়ে যায়, মনের গয়না।


অভিলাষ হলে, শেখা গম্ভীর
মজা করে শেখা, ছাড়াই যায় না
শেখার বিষয়, মনে ধরলেই
শেখা অনন্য, না হয়ে যায় না।


সময় তরীতে, শেখা-জানা ভাসে
তরী ধাবমান, এগোয় সামনে
জানা আর শেখা, চলতেই থাকে
অক্ষয়, দুই কাজ এই ভূবনে।


সুবীর সেনগুপ্ত