বলতে চাইনি না বলায় নেই ক্ষোভ
যে কথা সামনে শুনতে হয়েছে
তাতেও দিইনি যোগ|
বলা ও শোনায় আছে পুরো স্বাধীনতা
তবুও কেন যে বাধা এসে যায়
হতেও পারিনা দাতা|
কথার মর্ম জড়িয়েই আছে শব্দে
ছিল ও থাকবে এও নিশ্চিত
হারাবে না নিস্তব্দে|
গঠনের পরে কথা ভাঙা যায় সহজে
মিথ্যে বানিয়ে পেশ করা যায়
এই সব হয় গরজে|
কথা দিয়ে গড়ি ছোট বড় কত দুর্গ
বর্মের সাজ তাও কথা দিয়ে
কথাতেই খুঁজি স্বর্গ|
কথা আমাদের শত্রূ এবং মিত্র
দুটোকেই গড়ি নিজ ইচ্ছাতে
যে যেমন চাই চিত্র|
কথা দিয়ে ডাকি কথা দিয়ে ঠেলি দূরে
কথাকে সাজাই অস্ত্রের সাজে
ছুরি তুণ বারেবারে|
অকারণ বলে চাই না তো আমি বাহবা
কারণে বলেও করব না আমি
বাহবার কোনো দাবা|
অক্ষর জানি কথা বলতেই পারি
কোথায় কখন কেন যে বলব
হয়ে যাবে না তো ভারী!
কথা সংযমী হলেই কি নয় ভালো
একটু ভেবেই বলা প্রয়োজন
অন্যথা হলে কালো|
কথা জ্ঞানে, কথা মূর্ছিত হলে আছে
স্বপ্নের মাঝে বলি কত কথা
যদিও বলিনা গরজে|
মৌন থেকেও জীবন চালানো যায়
সংসারে থেকে তা কি সম্ভব
এতে সন্ন্যাসী হতে হয়|
কথা প্রাণ সেটা বলছি না আমি মানতে
প্রাণ না হলেও, প্রাণের মতই
কথা নিয়ে যায় প্রান্তে|
কথার অভাব কারো হয় নাকি, জানিনা
কথা শুরু হয়ে জীবনে থামেনা
মরণের পরে অজানা|


কথা বৃত্তান্ত