//কথা কেন এই ভবে//


বলতে না চায় যদি
কেন যে দেখাও বিধি!
তাঁর কথা কী যে এত প্রয়োজন!
থাকতে দাও-না চুপ
চুপ থেকে অপরূপ
একাই সে দ্যাখে মন দর্পণ।


যে বলতে উৎসুক
যত খুশী সে বলুক
তাঁর কথা মন দিয়ে শুনবে কি!
শুনলে, বলব ভালো
না শুনতে চাও, টালো
কিন্তু বলতে চাপ দেবে নাকি!


বলা শুধু প্রয়োজনে
এর অর্থ কে যে মানে!
নেই প্রয়োজন, তবু বলা হয়...
কে কাকে থামাবে বলো!
কথা যে স্বাধীন আলো
জ্বলবে ও নিভবে সব ইচ্ছায়।


বুঝতে হবেই হবে
কথা কেন এই ভবে
তাহলেই দূরে যাবে সমস্যা...
বুঝেও না বুঝি যদি
কথা কাঁদাবেই হৃদি
আলোকিত সময়েও অমাবস্যা।


সুবীর সেনগুপ্ত