কথা নিয়ে কথা


কিছু অর্থ কি থাকতেই হবে
প্রত্যেক কথাতেই!
বিনা অর্থে কি কথাই হবেনা
কোনো এক বেলাতেই!


যথাযথ কোনো সময় কি চাই
কোনো কথা বলতেই!
যে কোনো সময়, যে কোনো কথা কি
ভীড়ের মাঝে হারাবেই!


ন্যায়সঙ্গত বিচার কি চাই
কথা বলবার আগেই!
অযৌক্তিক কথা বললে কি
নির্ঘাত সাজা হবেই!


শ্রোতার অভাবে কথা কি হয় না
একা একা থাকলেই!
কারো ডাকে সাড়া, সেটাও কি কথা
হবে কি যুক্তিতেই!


নিজের সঙ্গে যদি বলি কথা
তাও কি অকারণেই!
জিজ্ঞাসা হলে, তার কি ওজন
জবাব কি সেই ওজনেই!


পাগলের কথা সব অনর্থক
সবাই কি তা মানবেই!
পুজোর মন্ত্রে শত শত কথা
জবাব কি অনধিকারেই!


কলহ দ্বন্দে কথা ছোঁড়াছুঁড়ি
কোন কথা সংজ্ঞাতেই!
শিশুর সঙ্গে মা'র কথাগুলো
ধরবে কি এক পক্ষেই!


প্রাণীদের কথা সবই অবোধ্য
বলব কি কথা নেই!
সকল প্রাণের কথাই তো কথা
অস্বীকার কি করবেই!


'কখন' 'কোথায়' 'কী' আর 'কেন'
কথায় কেন জড়াবেই!
অগুণিত কথা মনে ভরে নিয়ে
কেন ভাবনায় ডুবে যাই!


সুবীর সেনগুপ্ত