কি করে বলব সমান সমান!
সমান বলতে লাগে যে প্রমান|
বলার জন্য বলতেই পারি
নিষেধ আজ্ঞা হবেনাও জারী|
যেমন তেমন কথায় তুলনা
তুলনা না করে কথাই হয় না|
তুলনাতে কথা পায় সন্মান
না হলে কথার কিবা আছে মান!
কথা বলে বলে যে ফুল সাজাই
সে ফুলের মান তুলনাতে পাই|
উঁচু নিচু মান হয় আর হবে
কিন্তু তুলনা করতেই হবে|
উল্লেখ বলো, বলো উদাহরণ
সকলেই করে পুরোনো স্মরণ|
বলার কথাটা হয় না একলা
তাতে জুড়ে যায় অতীতের বেলা|
তুলনা না করে বোঝানো কি যায়!
তুলনাই হলো প্রকৃত উপায়|
যত বেশী কথা, ততই তুলনা
আসতেই থাকে টানা একটানা|
পুরোনো ঘটনা প্রমান স্বরূপ
তা দিয়ে ফুটবে প্রমানের রূপ|
অন্যথা হলে প্রমান হবে না
সমান সমান বলেও যাবে না|
সমান বলার প্রয়োজন কই|
বললেই হলো শুধু কথাটাই|
সোজাসুজি বলে লাগে খাপছাড়া
তুলনা লাগালে হয় ভরা ভরা|
কথা আসবেই তুলনাকে টেনে
গড়েছে নিয়ম কবে যে কে জানে!