কথা শুনি, আর ভাবি
গড়ে না তো সব ছবি|
কথা শুনি, কথা বলি
ভুল হলে দূরে ঠেলি|
কথা শুনি, আর হাসি
কথাগুলো ভালবাসি|
কথা শুনি, চুপ থাকি
নিজের মনকে ঢাকি|
কথা শুনি, কথা তুলি
কবিতাতে ভরে দুলি|
কথা শুনি, মন ভার
ভাবি কেন অবিচার|
কথা শুনি, লাগে ভয়
বেড়ে ওঠে সংশয়|
কথা শুনি, জাগে ভাব
ভাল লাগে এ স্বভাব|
কথা শুনি, করি রোধ
প্রতিবাদে জাগে বোধ|
কথা শুনি, কাছে ডাকি
সাথী করে বুকে রাখি|
কথা শুনি, গান গাই
বিনোদনে ভেসে যাই|
কথা শুনি, রোজ রোজ
কই বাড়ে না তো বোঝ|
কথা শুনি, লিখে ফেলি
শেখা হলে বেশ বলি|
কথা শুনি, কথা চাই
দুনিয়া যে কথাতেই|
কথা শুনি, রেগে উঠি
এ কী কথা! বলে উঠি|
কথা শুনি, ভালবাসি
ভালবাসা পেলে খুশী|
কথা শুনি, কথা মানি
মানলেই, লাভ জানি||
কথা শুনি, কথা কাটি
বলি, বলো যেটা খাঁটি||
কথা শুনি, সকলের
শোনা নয় বিপদের|
কথা শুনি, সকলেই
শোনা ছাড়া গতি নেই|


কথা আছে, থাকবেও
মতামতে জড়াবেও
জীবন মানেই কথা
শোনা-বলাতেই গাঁথা|


কথা শুনি