দেখা হলে, কথা বলতেই হবে
অতি সাধারণ এই ব্যবহার
শুনতেও হবে, সেই একই সাথে
বলা ও শোনার, যুগ্ম বাহার।


পরিচয়হীন, হলে কথা নয়
পরিচিত হলে,কথা বিনিময়
অল্প কথায়, খোঁজ আর খবর
সৌজন্যতার, ছাপ রেখে যায়।


দুই পাশ দিয়ে,লোক যায় চলে
যে যার মতন, যার হুঁশ তার
কে কাকে দেখবে, সময় কোথায়!
বাঁচাতে হবে যে, নিজ সংসার।


জীবন কি শুধু আচানক দেখা!
দেখা করে কথা, সমাজের সাধ
সে সব কথায়, হয় আলোচনা
অথবা সেটাই, হয় প্রতিবাদ।


চেনা চোখে চোখ, পড়লেই হল
কথা উঠে আসে, বলার জন্য
কেউ বলে আগে, কেউ বলে পরে
হতে পারে নাকি তা নিয়ে প্রশ্ন!


চেনা যায়, কত লোক পৃথিবীতে!
এক দুই নয়, সেই সংখ্যাটা
সকলের চেনা, বেশ কিছু লোক
বলতেও থাকে, সকলেই কথা।


মৌন হতে কি, চায় এ জীবন!
কেউ বলবে না, হ্যাঁ হ্যাঁ তাই চায়
সবাই কিন্তু, চেয়ে থাকে কথা
তাই তো আলাপে, মন ছুটে যায়।


আলাপ মানেই, সাথে থাকা নয়
অনেক আলাপ, মুছে যায় আগে
হটাৎ কখনও, তাও ফুটে ওঠে
প্রস্ফুট আলাপেই, হাসি জাগে।


প্রকৃতি গড়েনি, কথার বাঁধন
এর কৃতিত্বে, মানুষের মন
সীমিত সময়ে, গড়তে পারেনি
কিন্তু হয়েছে, অসাধ্য সাধন।


শুধু মানুষের মন সৃষ্টিতে
সৃষ্টি প্রচুর, তাতে নেই ভুল
কথাও তো সেই, প্রচুরের মাঝে
আর কথা দিয়ে, সব মশগুল।


'কথা'কে পেয়েছি, কথা থাকবেও
ক্ষণিকে, কিংবা অনর্গলেও
দেখা হলে কথা, দেখা করে কথা
কথা শান্তিতে, কথা বিপদেও।