যে কথাটা বললে আগে, সেটাই শুনে ভাবছি আমি
পরের-গুলো হারাবে না, তোমার জন্য ভাববো আমি |


কথার পরে আনছো কথা, বলতে কি চাও, ভাবছি সেটাই
যা বলছো, সব পৃথক পৃথক, সূত্র খোঁজার সুযোগই নেই|


বলার জন্য বলছো কথা, স্বীকার করে নাও না সেটা
করলে স্বীকার ভাববো না আর, যাক হারিয়ে তোমার কথা|


কথার জন্য কি চাই বলো! ভাবনার সাথে মুখটাকে চাই
মুখ আর ভাবনা আছে সবার, বলছে কথা তাই সব্বাই|


কথাই মজা, কথাই সাজা, যে মুখ বলে সেই তো জানে
কে পায় মজা! কে পায় সাজা! তারাই তো পায়, যারা শোনে|


নীদ্রার শেষে ভাঙলেই ঘুম, কল কল কল কথার ধ্বনি
তোমার কথা ছাড়াও অনেক, আসেও কানে কথার ধ্বনি|


বলব কথা, বলতেও হবে, কথা দিয়েই বার্তা জ্ঞাপন
নির্বাক হলে, নীরবতায়, সব ভাবনার অকাল মরণ|


কথা দিয়েই শিক্ষা দীক্ষা, ভদ্রতা পায় কথায় প্রকাশ
কথাই অস্ত্র-শস্ত্রের রূপে অসম্মতির প্রকৃত দাস|  


নয় জরুরী, এমন কথাও, কে বলিনা, বলতে পারো!
এমন কথা, নয় অহরহ, হলেই কথার বাজবে বারো|


স্নিগ্ধ নরম কথাই তো চাই, আবেগপ্রবণ হতেও পারে
কিন্তু কথায় যুক্তিও চাই, যুক্তিই হল কথার খনি|


তুমি আমার অতি আপন, যতই বলবে ততই শুনব
তবুও তো বলছি তোমায়, বলার আগে একটু ভাবো|


তোমার কথা হারিয়ে যাক, চাইবে নাকি তুমি এমন!
দুঃখ দিতে চাইনা তোমায়,  দিচ্ছ কেন কথার সমন!


কথাই মজা, কথাই সাজা