বন্ধুর স্থান দিলে কর্মকে, মানতে হবে না ধর্ম
পড়নি গীতায় লেখা আছে তাই, কর্মই হল ধর্ম|


এই বন্ধুকে রাখলে সাথেই, ধর্মই মানা হবে
সহজ সরল এই এক নীতি, নিয়ে চললেই হবে|


যে যার ধর্মে রাখে বিশ্বাস, থাকে বিশ্বাস মনে
বিশ্বাস দিয়ে হয় না তো কাজ, কখনো কোনোখানে|


জন্ম নিলেই ধর্মের দাগ, লেগেই তো যায় জীবনে
এ দাগ মেটানো সম্ভবও হয়, নিয়ম সংবিধানে|


এ-দাগ ও-দাগ যে দাগই হোক, দাগে শুধু বিশ্বাস
সেই বিশ্বাস গভীর হলেও, পূর্ণ হয় না আশ|


আশাকে পূর্ণ করতে হলেই, করতেই হবে কর্ম
নতুবা আশাকে ভুলতেই হবে, জড়িয়ে নিয়েই ধর্ম|


কাজ করলেই মিটে যাবে আশ, তাও কি সত্য হয়!
এ কথার মানে বোঝার জন্য, কাজ করে যেতে হয়|


সব ধর্মেই শত রীতিনীতি, কি যে সে সবের মানে!
শুনেছি জেনেছি রীতির ব্যাখ্যা, ঢোকেনি আমার মনে|


উপেক্ষা করে সেই ব্যাখ্যাকে, দেখতে চেয়েছি ফল
উপলব্ধিতে, ব্যাখ্যার মানে কেবল কথার কল|


সব ধর্মের মূল কথা এক, সেটা তো মনুষ্যত্ব
রীতিনীতি সমাধান থেকে দূরে, এ সব ভুলের তথ্য|


বিশ্বাস আর রীতিনীতি যদি, চলে যায় এক দলে
দুর্বল হয়ে যাবেই মনটা, আমার এ মন বলে|


আমার মনটা আমার জন্য, তাই নিয়ে চলি আমি
তোমার মনের চিন্তা যেমন, তেমনই চলবে তুমি|

রীতিনীতি ছিল, রীতিনীতি আছে, থাকবে ভবিষ্যতে
নতুন নতুন রীতিনীতি গড়ে, এ গড়াও কোনো স্বার্থে|


প্রচারে প্রচারে নব রীতিনীতি, ভরে মান সম্মানে
বিশ্বাস ঢোকে হৃদয়ের মাঝে, যায় না সরানো তানে|


সব কাজে রীতিনীতি ও ধর্ম, এনে যদি হও সার্থক
তবে তাই হোক, আমার বলাতো হবেই নিরর্থক|


কথার কল কি রীতিনীতি নাকি!!!