//কথার কথা থামবে না//


শক্ত হাতে ধরতেই পারি
কিন্তু আমি ধরছি না
ধরবো কাকে! সেটাই প্রশ্ন
ভয়েই মরছি, ভেব না|


অনেক কথাই আমরা বলি
বলার আগে ভাবিই না
কেউ প্রতিবাদ করলে বলি
এই কথায় কান দিও না|


কথার কথায় ভূবন ভরা
ভাবনা চিন্তা লাগে না
চলেও কথা পুরোদমেই
যে শোনে সেও ভাবে না|


কথার কথায় আছে নিষেধ
হলে গম্ভীর আলোচনা
অনেক ভেবেই বলতে হবে
নইলে বিপদ ছাড়বে না|


হৈ হুল্লোড় হচ্ছে যেথায়
কথার কথা থামবে না
সেথায় তো সব কথাগুলো
কারো মাথায় ঢুকবে না|


মজার কথা কথার কথায়
অট্টহাসির তান শোনা
এমন সুযোগ ছাড়বে কী কেউ!
না না না না ছাড়বে না|


তাৎপর্যপূর্ণ কাজের বেলায়
কথার কথা খাটে না
মামুলী সব কাজের ক্ষেত্রে
কথায় নিয়ম আসে না|


মানুষ আনন্দে থাকতে চায়
রামগরুড়ের নয় ছানা
হাসির খোরাক চাইছে সবাই
খোরাক দূরে ঠেলবে না|


আলোচনায় বিশিষ্টজন
কথার কথা চলবে না
কথার কথা হলেই পরে
বক্তা ছাড়াও পাবে না|


কথার কথায় সবাই থাকি
না মানলে তো চলবে না
একই স্থানে কথার কথা
সবার কিন্তু হবে না|


কথার কথা বিনামূল্যের
বলায় চেনা অচেনা
ভুল বললে ক্ষমাই চাওয়া
সমস্যা আর হবে না|


সুবীর সেনগুপ্ত