একটা রাতের রাজা হয়ে আমি
টোপর মাথায় দিয়ে
তোমাকেই করে নিলাম আপন
করে যে নিলাম বিয়ে|


সে রাতের রানী তুমিও তো হলে
আমাকে করে আপন
আমাকেই বিয়ে করলে যে তুমি
নিলাম সাথেই পণ|


তুমি আর আমি পরই ছিলাম
ছিল পিত মাতা ভিন্ন
বিয়ে দিয়ে জুড়ে গেলাম আমরা
দুই থেকে এক, অন্য|


আপনজনের অভাব কোথায়!
কাকা কাকী মামা মামী
যে আপন হল বিয়ের পরেই
সে তো সবচেয়ে দামী|


আপন করার এই যে উপায়
মূল্যবান এই সৃষ্টি
একজনই এই নিয়মে আপন
হয় না আপন বৃষ্টি|


আমি পর থেকে আপন হলাম
তুমিও ঠিক তেমন
ঘনিষ্টতার এটাই নয় কি
বিশেষ উদাহরণ|


কত ঘনিষ্ট তুমি আর আমি!
তার কি হিসেবে হয়!
অন্তহীন এই বিশ্বের মাঝে
ছোট্ট নয় কি পরিচয়!


এক রাতে রাজা হওয়ার ইচ্ছে
প্রায় সকলের মনে
হওয়ার পরেই মন চলে যায়
সত্যের সন্ধানে|