//কত যে ইচ্ছা ছিল এই মনে!!!//


তপনের অনুধাবন করব
কত আর, আমি জানি না
যত জানি, তত জানা বাকী থাকে
জানবার নেই সীমানা।


বলা থেকে আমি বিরত থাকব
কতবার, আমি জানি কি!
আর কতবার বলব জীবনে
তার হিসেব করে যাব কি!


কতবার খাওয়া অতীতে হয়েছে!
আগামীতে কত সময়ে!
খাওয়া শেষে কতবার যে শুয়েছি!
কতবার গেছি ঘুমিয়ে!


কত আর দিতে পেরেছি কাউকে
হয়ত ভাবলে বলা যায়
কতবার কেউ আমাকে দিয়েছে
তাও স্মৃতি থেকে আনা যায়।


কত রোজগার করেছি জীবনে
হিসেব কি তার রেখেছি!
অযথা কত যে করেছি খরচ
সেটা নিশ্চিত ভুলেছি।


কত যে আলাপ করতে হয়েছে
দেশ বিদেশের মাটিতে
কটা মুখ আছে উজ্জ্বল হয়ে
আমার ক্ষুদ্র স্মৃতিতে!


কত তো শুনেছি শঙ্খের ধ্বনি
আজ আর মনে নেই
আজানের স্বর কানেও এসেছে
ভেসে গেছে অকালেই।


কতবার রাত, আর দিন আসবে
বছর গুনলে গোনা যায়
কত হবে বছরের সংখ্যাটা!
জানা নেই, তাই গোনা নয়।


কতবার রাতে নীদ্রা আসেনি
বলতে কি আমি পারব!
দিনে কতবার ঘুমিয়েছি আমি
জানতে চাইলে, হাসব।


কী আর করেছি এক দুই বার
হয়ত কিছুই করেছি
মনে এসে যায় একটা কি দুটো
তাই চর্চাতে আনছি।


কত যে ইচ্ছা ছিল এই মনে
কিছুই হয়নি সময়ে
'কত' হারিয়েছে ভাবনার থেকে
কতই ভাবছি এ নিয়ে।


সুবীর সেনগুপ্ত