//ক্রমাগত কথা হবে ধরাতে//


কেউ কিছু বলবে না
তোমার কথার পরে
এ তো কভু হবেই না জীবনে...
কেউ কিছু বলবেই
মানতে না পারো, সই
কথা তো আসবে ছুটে পিছনে|


কথায় সবার দাবী
যেমন সবার রবি
প্রতুল বা অপ্রতুল যাই হোক না...
শুনলে, বলার তরে
মন আনচান করে
মুখটাকে থামানো যে যায় না|


প্রতিবেদনের ধারা
হলেও বা দিশাহারা
অনুদ্বেজিত তাও বলবেই...
কথা মানুষের সাথী
কথাই যে আনে খ্যাতি
সুযোগ নিতে কি কেউ ছাড়বেই!


কুখ্যাত নামজাদা
হোক না ভিখারি দাদা
বললে, হবেই তাকে শুনতে...
অলিখিত এ নিয়ম
কেউ তো মানে না কম
ক্রমাগত কথা হবে ধরাতে|


রবি শশী উঠবেই
কথা ছুটে চলবেই
সমীরণ থামে নাকি কখনো!
যে কোনো কথাই হলে
গড়াবেও হেলে দুলে
শান্ত কিংবা হবে কাঁপানো|


মাতা বলে পিতা বলে
মাসী পিসীরাও বলে
সমুদয় লোক বলে জগতে...
যে বলে সে বক্তা
সামনে থাকেও শ্রোতা
এই বিধি মৌখিক অভিমতে|


বলার আগেই ভাবা
হানবে শোনার থাবা
হতে হবে সম্মত শুনতেই...
শুধু বলা মানে আধা
ছাড়বে না কেউ দাদা
জীবন যে চলছে এ ভাবেই|


সুবীর সেনগুপ্ত