দয়া থাকলেই, ক্ষমা করা যাবে
এটাই নিয়ম হবে কি!
তাই যদি হতো, ক্ষমায় ভরত
পৃথিবী পৃষ্ঠ, নয় কি!


ক্ষমা করে দেওয়া, কাজ উৎকৃষ্ট
শেখাতে কাউকে হবে না
দেখে আর শুনে, জানে সকলেই
করার সময় বাহানা|


ক্ষমা মানেই তো, দোষ মেনে নেওয়া
সেটা কি উচিত! কে জানে!!
অথচ বলছ, ক্ষমা করা ভালো
দ্বন্দতে পড়ি এখানে|


যে ক্ষমা করে না, তার দোষটা কি!
বোঝাতে পারবে আমাকে!
যার ক্ষতি হলো, তাকেই বলছ
ক্ষমা করে দাও দোষীকে!


করবই কেন, ক্ষমা সে লোককে
যে আমার ক্ষতি করেছে!
আমি ভাবব না, অন্যের মতো
দূরে থাকো, মন বলছে|


কীসের জন্য, ক্ষমা করা হবে
সেটাই তো হলো মুখ্য
লঘু ভুলে ক্ষমা, করাই তো যায়
হোক না সেটাই লক্ষ|


গুরু ভুল হলে, ক্ষমা তো তর্কে
কোন মতে যাওয়া ন্যায্য!
যে যাই বলুক, আমি তো বলব
দোষীকে করো না সহ্য|


বড় ভুলে ক্ষমা, করতে পারলে
করে তো মহান হবেই
তারপরে সেটা ভুলে গেলে, ভাল
সমস্যা, মনে রাখলেই|


অবোধ শিশুকে, ক্ষমা করা যায়
সকলেই তাই করবে
বিবেচিত ভুল, জেনে শুনে করা
সেই ভুলে ক্ষমা হাসবে|


চোখের বদলে, চোখ নেয়া নয়
অন্য শাস্তি প্রয়োজন
দিতে না পারলে, কোনোই শাস্তি
করতে তো পারি বর্জন|


অনিচ্ছা ভুলে, করে দেব ক্ষমা
যে করে সে পাবে প্রেরণা
ইচ্ছাকৃত, খুনের আসামী
ক্ষমার যোগ্য হবে না|


দয়া মায়া যদি, না থাকে জীবনে
সে জীবন হলো নিষ্ঠুর
ক্ষমা তো থাকবে, তবে তা কোথায়!
জানাটাই হলো দস্তুর|