//ক্ষমতাতে নেই সমতা//


এরকম কেন বুঝতে পারিনা
করতে পারিনা তর্ক
কম ক্ষমতার এটাই নিয়ম
থাকতে হয় সতর্ক।


কম ক্ষমতায় সব কম কম
এই ভাবনাই ন্যায্য
তা নয় সঠিক, তাও তো সত্য
যায় না করা অগ্রাহ্য।


অনেক কিছুই আছে বেশী বেশী।
কম ক্ষমতার সঙ্গে
ভাবছই নাকি ঠাট্টা করছি
জড়িয়ে দিচ্ছি রঙ্গে।


ভয় আশঙ্কা আতঙ্ক ত্রাস
এই সব কার সম্পদ!
.নিশ্চিত নয় ক্ষ্মতাবানের
ক্ষ্মতাহীনের দৌলত।


দিনে সংগ্রাম রাতে বিশ্রাম
স্বাভাবিক এই ভাবনা
দিনে খুব জোর, রাতে দুর্বল
হয়না সঠিক ভাবনা।


ক্ষমতাতে সমতার সন্ধান
এ যেন হাতীর ডানা
সব্বার কাছে ক্ষমতা গেলেই
ক্ষমতাও হবে বাহানা।


কার অধিকার ক্ষমতা পাওয়ার!
প্রশ্নটা ভুল স্তম্ভ
গড়েই তুলতে হয় অধিকার
না এনেই মনে দম্ভ।


গড়তে পারেনি যাঁরা অধিকার
থাকবেই অধিকারহীন
তাঁরা বুঝবে না অনেক কিছুই
কিন্তু তাঁরা তো নয় দীন।


অক্ষম হয়ে থাকতে হবেই
যতই থাকুক ধী
কারণ তো সেই অভাবে ক্ষমতা
বোঝ হয়ে যায় বৃদ্ধি।


বুঝতে পারিনা, কী আর করব
অনুমতি নেই তর্কের
অনেকজনের এই তো জীবন
এটাই চেহারা সমাজের।


সুবীর সেনগুপ্ত