লাল গোলাপেই আছে ভালবাসা
অন্য রঙে কি নেই!
কেউ কেউ বলে আছে হলুদেও
সাদা কি বাদ যাবেই!


ফুল নিয়ে কেন ধানাই পানাই!
কেন রঙে মাতামাতি!
মনটাকে খুলে ভালবাসলেই
ফুল পেয়ে যাবে ছুটি|


হীরা গড়ে দেয় স্থায়ী ভালবাসা
বিজ্ঞাপনের কথা
তাই কি ভরেছে শুকনো হৃদয়ে
আমাদের এই বসুধা!


ভালবাসা ভালবাসে ভালবাসা
কৃত্রিমতায় যায় না
কৃত্রিম রূপে পাওয়া যায়, তবে
কিছুতেই স্থায়ী হয় না|


দিতে চাও, দাও অনেক অনেক
লাল গোলাপের তোড়া
এই বিশ্বাসে থাকে যদি মন
তাই দিয়ে ভরো ঘড়া|


কিন্তু কি জানো, মানো বা না মানো
ভালবাসা নেই আকারে
প্রতীক করতে কোনো বাধা নেই
কিনতেও পারো হাজারে|


কেউ বলে লাল, কেউ বলে সাদা
কেউ হলুদের পক্ষে
তাও তো থাকেনি কত ভালবাসা
শত সহস্র বক্ষে|


কারণের মাঝে ভালবাসা সাজে
সেই সাজ ক্ষণকাল
লাল গোলাপ তো একটা কারণ
হবে কি তাতে মাতাল!


হয় তিন দিন, বড় জোর চার
বাঁচেই লাল গোলাপ
এই সময়ের ভালবাসা নিয়ে
তৃপ্তি কি নয় অভিশাপ!


কারণ না খুঁজে, শুধু ভালবাসো
বাহানায় যাওয়া ভুল
ভালবাসাই তো গড়ে ভালবাসা
সেই ভালবাসা অনুকূল|