লক্ষ্মী আমার, বলোনা আমায়
কি আছে তোমার মনের কোণায়!
ভালবাসো তুমি, তা তো প্রমাণিত
আরো শুনতে যে ইচ্ছাও হয়|


কতটা অংশে আমায় রেখেছ
পুরো মনটাতে ভরতে পারোনি!
মন যে চাইছে এক হয়ে যাই
শুনি আর শুনি হৃদয়ের ধ্বনি|


ভালবাসাতেই জড়িয়ে রয়েছি
তুমি আর আমি এই কুঠুরিতে
ভেঙে যাবে না তো এরই দেওয়াল!
কেন ছুটে আসে ভয় এ মনেতে!


অহেতুক ভয় আনে ভালবাসা
বুঝলেও আমি স্বস্তি পাই না
কোন রোগে আমি ভুগছি, বলোতো!
কেন ভালবাসা শান্তি দেয় না!


মনে নেই কবে সেই জ্ঞান হলো
জানলাম কি যে হয় ভালবাসা
তারপর থেকে উধাও হয়েছে
উপাদান দিয়ে গড়া সব আশা|


ভালবাসা এসে দিত আনন্দ
সুখের বন্যা ভুলিয়ে রাখতো
কেন চলে যেত, এখনো বুঝিনি
মন জুড়ে জুড়ে, বিষাদ জমতো|


তোমার উপস্থিতিতে পেরেছি
বিষাদ কমাতে, এ নয় মিথ্যে
তার বদলে কি ভয় জুড়ে গেল!
কেন আশংকা ভরছে চিত্তে!


এক মুহূর্ত কাছে না থাকলে
মনে হয় তুমি গ্যাছো হারিয়েই
তাই তো বলছি, লক্ষ্মী আমার
ডাকো বারবার, থাকো জড়িয়েই|


লক্ষ্মী, বলছি বলোনা আমায়