//লেখা অসময়েরই ফল//


লিখতে বললে, লিখব আমি!
এমন নিয়ম, হয় কি দামী!
লিখব আমি, বলবে তুমি!
চাই না লিখতে, হতেও নামী|


সময় আমার, কাগজ আমার
ঝর্ণা কলম, সেটাই লেখার
ইচ্ছা আমার, চাই না দখল
লেখাও, অসময়েরই ফল|


অধীনতায়, চাই না যেতে
লিখব, বিনোদনেই মেতে
স্নায়ুর উপর, দেব না বোঝ
তাড়া কোথায়, করব যে খোঁজ!


সাধন হয় না, লেখার বাহার
প্রয়োজন নেই, টাকা পয়সার
বিনা-পয়সার, নেই প্রেরণা
মন যা দেবে, তাই তো চেনা|


লিখব খাতায়, থাকবে পড়ে
নিজেই পাঠক, পড়ব জোরে
সুযোগ হলে, করব প্রকাশ
এইখানেতেই, শেষ হবে আশ|


আনন্দ চাই, প্রায় সকলেই
কাজের থেকে তৃপ্তি, মজাই
চিত্তবিনোদনের তরেই
ফি-রোজ লিখি, কিছু কথাই|  


সময়সীমার কোথায় বালাই!
তোমার সময়, নিচ্ছি না ভাই
আমার সময় লেখায় দিয়েই
বেশ তো আছি, গুন্ গুন্ গাই|


কেউ বলেছে, তাও লিখেছি
তা নৈমিত্তিক, ভুলেও গেছি
করছি প্রকাশ পাঁচটি বছর
এটাই এখন, কাজ রোজকার|


সুবীর সেনগুপ্ত