লিখতে গিয়ে থামতে হোলো
লেখার আগেই মানতে হোলো
বিষয় একটা আনতে হবে ভাবনায়...
ভাবনা অনেক, বিষয় কোথায়!
যাই ভাবি তাই, খেলো মনে হয়
লেখার জন্য, কোথায় বিশেষ বিষয়!


নাই বা থাকল বিশেষ ভাবনা
কিন্তু ভাবনা কাটছে জাবনা
খেলো ভাবনাই, ভরুক না সব লেখা...
প্রথম প্রথম মন না মানল
বিশেষ বিষয় খুঁজতে থাকল
বিশেষ-খেলোর প্রভেদ আনলো বাধা।


চাই না বিশেষ, চাই না খেলো
হলেও হোক না, লেখা এলোমেলো
তবু আসুক, গতি একটা লেখায়...
কোন প্রকরণ আনবে গতি!
লুকিয়ে আছে কোথায় রীতি!
লেখার জন্য পাগল মনে সংশয়।


যত প্রচেষ্টা, ততই সময়
দিন কেটে যায়, সাদা পাতায়
লেখার যে জেদ, তার তো হয় না অন্ত...
সমুদ্রে ঢেউ যেমন অটল
আমার ভাবনা তেমন সচল
লিখবেই কিছু, নইলে মন অশান্ত।


লিখেই ফেলি প্রত্যেকদিন
কাজের মাঝে সময় স্বাধীন
করতেও থাকি এই মনটাকে তৃপ্ত...
কম হলেও তো, তৃপ্তি আমার
নিজের সৃষ্টি, হয়না অসার
খেলো লেখায় আমার এ মন লিপ্ত।