//লেনদেন ছাড়া, জীবন কি হয়!//


লেনদেন টাকা পয়সায় বাঁধা
বোধহয় তা ঠিক, তাতে নেই ধাঁধাঁ
লেনদেন এ আছে, কৃষ্ণ ও রাধা
তাই, লেনদেন জুড়েই বসুধা।


লেনদেন যদি করতেই হয়
মনে কেন আনা, শুধু শুধু ভয়!
কি আর ঘটবে, শেষের বেলায়!
হয় হবে ধোঁকা, নয় হবে জয়।


সব্বাই যদি, জিৎ পেতে থাকে
লেন ও দেন এর, দেন যাবে ঢেকে
এটা কি একটু, বেশী চাওয়া নয়!
বেশী চাওয়ায় কি, নিয়ম হারায়!


কিছু পাওয়া যায়, কিছুর বদলে
এই নিয়মের ধারা জলে স্থলে
শুধু পাওয়া, সে তো চলে ছলেবলে
সেখানে নিয়ম, যায় রসাতলে।


বল প্রয়োগের, কথা থাক দূরে
আজ কথা হোক, লেনদেন জুড়ে
হিসাব রাখলে, বোঝা যায় পরে
লেনদেন নেই, সমতার ঘরে।


ভয় করলেই, লেনদেন ঝাল
আর না করলে, থাকবেই তাল
লেনদেনে, বিশ্বাস হলো কাল
নির্ভীক মন, লেনদেন এ ঢাল।


লেনদেন চলে, প্রায় প্রতিরোজ
থামেনা যে টাকা পয়সার খোঁজ
লেনদেন করে, অদল বদল
দুই পক্ষেই, নায়ক ও খল।


শুধুই কি ধন, লেনদেন এ থাকে!
মন লেনদেন, খুশীর ঝলকে
লেনদেন, দুই দেশের ভিতরে
ভাবনাতে, লেনদেন অবসরে।


বলবে কি কেউ, লেনদেন নয়!
লেনদেন ছাড়া, জীবন কি হয়!
বিষাদ কাটাতে, লেনদেন আসে
লেনদেন নিয়ে, ভালবাসা হাসে।


লেন আর দেন, এই দুই শব্দ
করে কেউ খুশী, কেউ হয় ক্ষুব্ধ
লেনদেন কভু, হারিয়ে কি যাবে!
না না ভয় নাই, ছিল ও থাকবে।


সুবীর সেনগুপ্ত