আলো আঁধার দিয়ে
ধুয়ে নিলে তোমার আঁচল
প্রত্যুষে অবেলায়।
প্রতিফলিত সূর্য ছটা
অম্ভোদ অরণ্যে তীক্ষ্ণ রেখায়
স্বপ্ন ঝরালো।
কেউ নেই জেগে দিনের প্রারম্ভে।
তব অপলক নেত্র
রাত্রি জেগে রক্তিম...
ধীরে ধীরে আসছে বুজে
দিনের আলোয়।
হারিয়ে যাচ্ছে আশা আকাঙ্ক্ষা...
জ্বলে পুড়ে খাক হয়ে
চিন্তিত হৃদয়।
এমনি ভাবেই পার হবে
এক এক রাত্রি...
তারপর আসবে সেইদিন-
ঢলে পড়বে তুমি
শেষ প্রতীক্ষার কোলে
পেয়ে যাবে প্রত্যাশিত আশা
অফুরন্ত ভালবাসা, অলক্ষ্যে।