//মানিয়ে নিয়েই চলছি//


কাছে থাকবে না, চাইবে না দূরে যেতে
কী করে জীবন চলবে বলো তো!
চলবে কি ধানক্ষেতে!


মনে রাখবে না, চাইবে না সুরে বাঁধতে
কী করে বলবে কথাগুলো গুছিয়ে!
যাবেই তো থতমতিয়ে।


খেয়া বাইবে না, চাইবে না পাল তুলতে
তরী কি আপনা-আপনি আগে যাবে!
তেমন কি কিছু হবে!


গলা সাধবে না, আপত্তি রাগ শিখতে
গান গেয়ে খ্যাতি কি করে আসবে!
এ তো ভাবতেই হবে।


মনে পড়বে না, চাইবে না লিখে রাখতে
কী ভাবে অতীত কাছে চলে আসবে!
কথা ভুলভাল হবে।


নিয়মে যাবে না, মানবে না কোনো বিধান
কী করে যে পাবে সঠিক পথের সন্ধান!
করতে হবেই অনুমান।


দেখা করবে না, বলারও নেই সময়
কী ভাবে জানাবে তার আশাগুলো!
যা হবে মানতে হবে।


ভুল বলছে না, চাইছে না কোনো তর্ক
তবু কেন সেই বিষয়টা তুলে আনছে!
কী করতে সে চাইছে!


আলো জ্বালাবে না, বসবে না এক জায়গায়
আঁধারের মাঝে কী ভাবে সে কাজ করবে!
করলেই ত্রুটি হবে।


কী যে সে করবে, আর কী যে করবে না
বুঝতে পারিনি, অগত্যা হাল ছেড়েছি
মানিয়ে নিয়েই চলছি।


সুবীর সেনগুপ্ত