সাত সমুদ্র পার করে আমি আসিনি
না করেছি জয় কোনো পর্বত শীর্ষ
কি এমন আমি করেছি কাজ মহান!
তাও তো জীবন শান্তিতে শীত গ্রীষ্ম|


প্রাণ নিয়ে আমি কেন হবে বিচলিত!
জানি, প্রাণ দিয়ে আমার জীবন হয়েছে
এটাও তো এক সত্যের মতো, নয় কি!
এই সত্যের মর্মার্থ কি গড়েছে!


ভালো কাজ করে নাম কিনবার নেই সাধ
'ভালো করব না' এ কথা আসে না মনে
যে কাজ যেমন, তেমনই তো করে যাই
মান নিয়ে তান ভরিনি কখনো পরানে|


আমি গরু নই, জাবর কাটতে পারি-না
পাখীর মতন ডানা নেই, নেই আফশোষ
মানব, তাই তো মানবতা করি রক্ষা
ক্ষয়ে ক্ষয়ে শেষ হব একদিন, নেই রোষ|


অনেক চাওয়ার তালিকা গড়েও রাখিনি
"চাই না" সে কথা বলার সাহসও নেই
চাওয়া ও পাওয়ার মাঝে সমঝোতা গড়ে
খুশী মনে বেঁচে আছি, যা পাই তাতেই|


আমিও প্রেমিক, শুধু প্রেম দিতে চাই
খেলতে চাই না ভালবাসা খেলা কখনো
ভালোবাসাতেই দিতে চাই মন প্রাণ
তাতে ক্ষতি হলে, সে ক্ষতি জড়াবো, জেনো|


আমিও তো করি সংসার, সং সাজি না
তোষামোদ করে করি না সুখের আশা
সুখ যে আমার মন জুড়ে খেলা করে
জিনিসের থেকে সুখকে মানি বিনাশ|


মনটা বলে না হতে হবে বিখ্যাত
কি যে হয় কুখ্যাত, হয়ত বা জানি
যে পথ সামনে, সেটাই চলার পথ
দুর্গম হলে, সেটাই সুখের মানি|


আজ আছি প্রাণ নিয়ে, এই পৃথিবীতে
কালকের দিন এলেই তো আসে ভাবনা
জীবন যে অজ্ঞাত, পুরোপুরি সত্য
বিদায়ের পরে হয় নাকি কোনো সাধনা!


মানবতা করি রক্ষা