//মানুষ হলেই, চাইতেই হবে//


চাওয়ার হলে নতুন কিছু চাইব
পুরনোতে মন বসে না
কী পাব তার নেই ঠিকানা
নূতন নিয়ে ভাবনা হারা হব।


মানুষ হলেই চাইতে হবে
এর সত্যতা আছে কি!
মানুষ হলে পেতেই হবে
এটাই সত্য, নয় কি!


সকলেই পাবে, এটাও সত্য
অস্বীকার কি করবে!
কে কখন পাবে, কোন প্রকরণে
চিন্তায় সেটা আসবে।


পাওয়া হলো সকলের অধিকার
তবে জোর করে নয়
চেয়ে চেয়ে পেতে কেউ ভালবাসে
যে দেয়, সে কি দোষী হয়!


যে চাইছে তার দোষ ধরব কি!
সোজাসুজি বলা যায় না
কখন চাইছে, কী যে প্রসঙ্গ
তা জেনেই হবে জানা।


পরিণত বয়সের পরে চাওয়া
ভুল যদি বলি, মানবে!
যৌবনে চাওয়া, সেটাই কি ঠিক!
হয়ত বা ঠিক অভাবে।


শৈশবে চাওয়া, কৈশোরে চাওয়া
মানব কি গুরুগম্ভীর!
আমার বিশ্লেষণে এই চাওয়া
করবে না মন অস্থির।


চেয়ে বা না চেয়ে, যে ভাবেই পাই
কিছু খুশী আসে মনে
কোন খুশী বেশী, চেয়ে বা না চেয়ে
আছি তার অন্বেষণে।


চাওয়া থেকে খুশী যাঁর কামনায়
তা হোক তাঁর একান্ত
যে যাঁর খুশীর উৎস খুঁজুক
আমি না চেয়েই শান্ত।


সুবীর সেনগুপ্ত