//মাতাল গন্ধে ফিরে গেল মন//


মন মাতানো গন্ধ পেলাম
তাই তো আবার ফিরে এলাম
এমন খুশী পারাই যায় না ছাড়তে...
মন মাতানো সুবাসই চাই
এমন সুবাস যার পর নাই
চাইছি না আমি আবার ফিরে যেতে।


এই যে সুবাস, তাই চিনেছি
এতেই আমার মন মাতিয়েছি
অন্য কোনো সুবাস কেন খুঁজব!
এই সুবাসের খোঁজেই ছিলাম
আবার যখন পেয়েও গেলাম
তাই জড়িয়েই আমি বেঁচে থাকব।


কত পেয়ে যাই গন্ধের ছোঁয়া
এদিক ওদিক করে আসা যাওয়া
সেই সুগন্ধ থাকে থাকলেও কিছুক্ষণ...
যে সুবাস ভরা হৃদয়ান্তরে
তাই অনন্য মনের গভীরে
গড়েও ফেলেছি মজবুত এক বন্ধন।


যদি না আসত মাতাল গন্ধ
দূরে দূরে থেকে কাটত ছন্দ
হারিয়েই যেত সুবর্ণ এক সুযোগ...
সুযোগে দিয়েছি মম সম্মতি
লাগেনি তো নিতে তব অনুমতি
সাথে যে পেয়েছি তোমার পূর্ণ সহযোগ।


সুবীর সেনগুপ্ত