//মাটি মাটি মাটি//


মাটি মানে ভূমি, তা তো তুমি জানো
সাধারণ জ্ঞান, জানবে না কেন!
সকলেই জানে, মাটি মহার্ঘ
মাটির লড়াই, উঠছে খড়্গ।


মাটি সংগ্রহে, চলছে প্রয়াস
প্রয়াস গড়েছে বহু ইতিহাস
ভূমি এই কোণে, ভূমি ওই কোণে
তবুও কিন্তু নেই সবখানে


ধরিত্রী তল তিন ভাগ জল
ভূমি এক ভাগে, যাকে বলি স্থল
ভাগ করে ভূমি, দেশ গড়ে গড়ে
বিবাদ গড়েছে সীমানাকে ধরে।


যে দেশ ব-দ্বীপ, আছে শান্তিতে
জল খেলা করে তার সীমানাতে
মাটি চাই, তাও করিনা স্পর্শ
সঞ্চয় করে মনেতে হর্ষ।


ভাবলে প্রকৃতি, মাটি আসে মনে
আসে হাওয়া জল, গাছ অরণ্যে
কি নেই জুড়ে মাটির সঙ্গে!
মাটি মিশে আছে জল তরঙ্গে।


মাটি আর ভূমি, পরে নাম জমি
মাটির উপরে গড়ে বাটি, চুমি
তারপরে এই ভাবনা কি থামে!
আরো আরো চেয়ে, শরীরটা ঘামে।


কত জমি চাই! সেটাই তো ভাবি
যতই পাই-না, থাকি তো অভাবী।


মাটির উপরে কেটেছি যে দাগ
মানচিত্রেও সে দাগ সজাগ
তিন ভাগ জলে কোনো দাগ নেই
বিনাদাগে জল হয়েছেও ভাগ।


মাটি মাটি মাটি, মাটি হলো খাঁটি
তাই মাটি নিয়ে এত লাঠালাঠি
মাটি কলহের কারণ হলেও
মরণের পরে মাটিতেই বাটি।


সুবীর সেনগুপ্ত