।।মেকী স্বাধীনতা নয়।।


দাগ কেটে ভাগ করে
দেশটাকে ছোট করে
কারো লাভ হয়নি যে, সকলেই জানে...
যত ভাগ, তত রাজ
গড়ে গেল ইংরাজ
স্বাধীনতা ডুবে গেল, রক্তক্ষরণে।


দেশ ভাগ, শুধু দোষ
বাহানা তো আপসোস
অখন্ড ভারতের নেতারাই দোষী...
কে হবে কর্ণধার
স্বাধীন দেশের ভার
হবে সে তো একজন, শুরু রেষারেষি।


সকলেই দেশপ্রেমী
ক্ষমতার অনুগামী
ছাড়তে কি পারা যায়, সুবর্ণ সুযোগ!
দেশ ভাগ, হলে হোক
যা বলে, বলুক লোক
মহানেতা না হলে নেই, অর্থের যোগ।


স্বাধীনতা এসে গেল
হাহাকার শুরু হলো
দ্রব্যমূল্য গেল ঊর্ধের পানে...
মানুষ ভাবল বসে
স্বাধীনতা কার বশে!
শান্তি যে হারিয়েছে, অজানার খানে।


বৃদ্ধি হয়েছে নেতা
সবাই স্বাধীনচেতা
প্রতিনিধি হয়ে তারা, করছেও রাজ...
পেয়েছে টাকার খনি
হয়েও যাচ্ছে ধনী
সমাজের উঁচু স্তরে, করছে বিরাজ।


আর নয়, আর নয়
মেকী স্বাধীনতা নয়
আনবই ভোট দিয়ে, সৎ প্রতিনিধি...
দেশের উন্নতিতে
তাঁরাই উঠবে মেতে
শান্তি খুঁজতে আর, লাগবে না তিথি।


Subir Sengupta