তোমার সাথে চলার আমার ইচ্ছে নেই
তোমার মনের কামনা সব আমার কই!
আমার মন যে অল্পেই পায় খুশীর মই
তোমার আমার পথ দুটো দুই মেরুতেই|


জীবন হতে পরেই নাকি ধর্মস্থান!
হবেও না তো জীবন শ্মশান কবর-স্থান
জীবনটা তো ভূমির উপর শূন্যস্থান
কখন আছে কখন যে নেই, অনুমান|


জীবন অনেক ঘুরবে, নেই তো বাসনা
তোমার ঘোরার ইচ্ছেতে বাধা দেব না
জীবনতা নয় আকাশ কুসুম কল্পনা
সম্ভাবনার সঙ্গ দিতেও ভুলছি না|


তোমার মনে রাজপ্রাসাদের এক ছবি
আমার মনে ছোট্ট কুটির আর রবি
তোমার অনেক থেকেও তুমি অভাবী
আমি আনন্দে লিখে লিখে এক ছোট কবি|


জীবন মানে চলতেই হবে প্রতিটি পল
চলার পথে করতেই থাকি দল বদল
অগ্রগতির ভাবনাতে এই মন সচল
দেখছি কোথায় নিঃসর্গতায় বনাঞ্চল!


সম সংখ্যায় দুই শরীরের সব অঙ্গ
সাথেই একটা মনও দিচ্ছে বেশ সঙ্গ
দুটো বিশ্বাসে খেলছে না কেন তরঙ্গ!
চাইছি তো আমি হতেই স্বাধীন বিহঙ্গ|


তোমার আমার মতে মিলের খুব অভাব
আসলে যে ভিন্ন ধারায় দুই স্বভাব
চেষ্টা করেও দুই স্বভাবের হয়নি ভাব
তাই রহস্যে থেকেই গেল সব প্রভাব|


||মিল এর অভাবে প্রভাব অচল||