//মিল কী হবে হাওয়ার মতো!//


বউ চেয়েছি, বউ পেয়েছি
বর চেয়েছে, বড় পেয়েছে
মিল চেয়েছি, মিল তো কোথাও পাইনি
জেনেও গেছি মিল পাওয়া ওর হয়নি।


মিল পেয়েছে আছে ক-জন
কেউ তো আছে, মানে এ মন
যে আছে তাঁর মিল এর উৎস কোথায়!
উৎস খুঁজলে, বোকাই হব বোধহয়।


খিল খোলে না, মিল আসে না
মিল না পেলে মন বসে না
তাই তো ভাবি, জীবনে মিল প্রয়োজন
তাই তো করি মিল এর আয়োজন।


মিল কিনি না, মিল পাই না
এমন কথা কেউ বলে না
মিল পেতে চাই সহানুভূতির সঙ্গ
মিল কী তবে আবেগের অনুসঙ্গ!


মান চেয়েছি, মান পেয়েছি
ধন চেয়েছি, তাও পেয়েছি
মিল পেয়েছি ধন এর সাথে মানের
মিল কেন কম লোকের সাথে লোকের!


মিল কী হবে হাওয়ার মতো!
আসবে, যাবে অবিরত
এমন হলেই, হতো না মিল খুঁজতে
মিল এর সাথেই কাটত জীবন ছন্দে।


সুবীর সেনগুপ্ত