আশাগুলো সব, ভাগ করে করে রেখেছি
রোজ যোগ করি ভাষার সঙ্গে
মিশ্রিত ভাষা-আশাকে নিয়েই খেলছি|


আসার উদয় হয়, নিশ্চিত প্রতিদিন
আমিও ব্যস্ত ভাগ আর যোগ এ
সময় কাটানো, হয়ে যায় বাধাহীন|


যে দিন আশাকে, করতে পারিনা ভাগ
মন হয়ে ওঠে উদ্বেগে বিচলন
অপূর্ণ আশা, মনে ভরে দেয় রাগ|


আশা আসে, ছুঁয়ে চলেও তো যায়
কিছু কিছু ডাকে হাতছানি দিয়ে
প্রতিক্রিয়াতে, ভাষারই হয় ক্ষয়|


অনেক আশাই, সফল হয়েছে জীবনে
তারও বেশী অসফল হয়েছিল
বিষণ্ণতাও ছেয়েছিল, তাও আছে স্মরণে|


আজ ভাষা চাই, ভাষা চাই নব নিত্য
আশা বাধা দিক, তা যেন না হয়
ভাগ করে আশা, ভাষাতেই করি যুক্ত|


এখন হই না, আশা থেকে প্ররোচিত
আশাকে করেছি, ভাষার প্রেরণা
লিখি আর লিখি, লেখাতেই উল্লসিত|