//মিষ্টির স্বাদ//


কারো ভালো লাগে মিষ্টির স্বাদ
কেউ ভালবাসে নোনতা
স্বাদ নিয়ে কোনো তর্ক চলে না
খেয়েই কাটুক দিনটা।


মিষ্টির কথা ভাবলে পরেই
মনে এসে যায় চিনি
চিনি ছাড়া কোনো মিষ্টি হবে না
না জেনেও এটা জানি।


যাঁরা মজে যায় নোনতার স্বাদে
তাঁরাও তো খায় মিষ্টি
আর যাঁরা আছে মিষ্টির দলে
নোনটাতে রাখে দৃষ্টি।


প্রকৃতির বুকে মিষ্টি নোনতা
সব প্রকৃতির দান
সেই দানে আছে খুশীর বার্তা
নিতে হবে ভরে প্রাণ।


তুমি আমি আর সকলেই জানি
চিনি আসে কোথা থেকে
যার থেকে আসে, সেটা চাই না তো
কেননা চিনি যে ডাকে।


লালচ ও লোভ মানুষের গুণ
গুণের ঠেলায় সৃষ্টি
নানা রঙ আর নানান আকারে
গড়ে ওঠে বহু মিষ্টি।


সৃজন তো ভালো, সৃষ্টিও হয়
তাতে কোনো দোষ নেই
চিনিও সৃষ্টি, সেটাতে নিষেধ
কেন চলে আসবেই!


বাহারি ও দামী, কত যে মিষ্টি
কিনলেই বাড়ে মান
মান চলে যায়, ছুটে আসে রোগ
মিষ্টি হারায় সম্মান।


এ কী প্রহশনে ভুগছি আমরা
গড়ি ও বারণ করি
বোকা হতে কেন চাই যে আমরা
কেন বিপাকেই পড়ি!


প্রকৃতির দানে বহু ফল আছে
দেয় মিষ্টির স্বাদ
আরো মিষ্টির স্বাদ পেতে হলে
আখকে দিয়োনা বাদ।