//মিথ্যে বলছি, তাও বলছি না পাপ//


অবলীলাক্রমে বলছি মিথ্যে
হচ্ছে না অনুতাপ
কাড়িকাড়ি টাকা এসেও যাচ্ছে
মন বলছে না পাপ|


বহু কামিয়েছি অসৎ উপায়ে
অভাবের নেই স্থান
তাও ছাড়ছি না মিথ্যে বলতে
এই সুযোগ বরদান|


চারপাশ ঘিরে যারা ঘনিষ্ট
তারাও পাচ্ছে প্রসাদ
সেই কারণে কি তারাও করেনা
মিথ্যের প্রতিবাদ!


তারা কি ভাবছে তারা নয় পাপী!
শুধুই প্রসাদ খাচ্ছে
ভাবতেই পারে, তাদের কী দোষ!
কাজের মূল্য পাচ্ছে|


বড় বড় পাপকর্মের তরে
একা যথেষ্ট নয়
চাই সহায়তা, চাই সহকারী
পুরোটাই অন্যায়|


যে জীবন নিয়ে মানুষের চলা
তার আছে দুটো দিক
এই পাশে টাকা ওই পাশে সুখ
সুখ আর এক-দিকে|


যে ব্যবহারে আসে প্রচুর অর্থ
আমিও জুটেছি তাতে
অর্থ আসলে, এসে যাবে সুখ
তাই তো মিথ্যে পাতে|


সুবীর সেনগুপ্ত