কেউ তো চায় না নিতে মিথ্যের আশ্রয়
বলতে চায় না একটি কথাও মিথ্যে
আনাগোণা পথে তাও তো মিথ্যে দেখছি
তবে কি মিথ্যে আছে সকলের চিত্তে!


দৃষ্টির দেখা মানতে চায় না মিথ্যে
তপনের তাপ তপনের আলো সত্য
ছড়ানো স্নিগ্ধ জ্যোৎস্না মিথ্যে হবে না
এমন সত্য সকলের কাছে নিত্য|


কোথায় আড়ালে ভুবনে যে আছে মিথ্যে!
মিনতি করেছি, দেখতে পারেনি কেউ
অনেকে দিয়েছে প্রতিশ্রুতির স্বপ্ন
এ মনের মাঝে শুধু প্রতীক্ষা ঢেউ|


ঘন অরণ্যে লুকিয়ে কি আছে মিথ্যে!
হয়ত বা আছে পাথরের ফাঁকে ফাঁকে
কে যেন বলল খোঁজোনা অতল সাগরে
কত উপদেশ আসছেই ঝাঁকে ঝাঁকে|


মিথ্যে থাকেনা কোনো এক জায়গায়
দেয় নাও কেউ মিথ্যেকে স্থায়ী স্থান
অস্থায়ীভাবে মিথ্যেকে করে বন্ধু
সমাজে মিথ্যে পেতে থাকে সন্মান|


মিথ্যের বিপরীতেই তো আছে সত্য
সত্যেরও নেই সংসারে স্থায়ী স্থান
সত্য মিথ্যে মনে হয় যেন অনুরূপ
মানুষ করছে উভয়ের জয়গান|


জীবনের বেশী অংশটাই কি মিথ্যে!
এ এক প্রশ্ন ছেয়েছে আমার মন
করছি না আমি কাউকেই অপমান
কেন যে হচ্ছে সত্য অনাথ অনুক্ষণ!


সত্য মানেই কোনো এক ঘটনা
মিথ্যে থাকবে ঘটনার থেকে দূরে
সত্যকে চেয়ে কেন মিথ্যের কবলে!
এর কারণ কি দুর্ঘটনার ঘরে!


মিথ্যে থাকতে পারেনা ধরণী জুড়ে
সব ঘটনাই সত্য সত্য সত্য
আমরাই করি মিথ্যে রচনা অবাধে
মিথ্যে যে দেয় অস্বাভাবিক বিত্ত|