// মিথ্যে যুক্ত স্বার্থের সাথে//


একাধিকবার বললে মিথ্যে
মনে তো কিছুই হলো না তোমার
ভাবলে, মিথ্যে কেউই বোঝেনি
চেষ্টা করলে দোষ ঢাকবার।


মিথ্যে তোমার জীবনের সাথী
তাই কি সত্য হয়েছে ফেলনা!
আঁকড়ে ধরেছ ভুল পথটাকে
সত্য দেখলে, হয়ে যাও কানা


কেন ভালো লাগে মিথ্যে তোমার!
মিথ্যে কি দেয় তোমাকে সাহস!
মিথ্যের ভাষা, বেশ তো শিখেছ
হারিয়ে ফেলেছ সত্যের রস।


ঘটে গেল যেটা, রাখলে না মনে
কিন্তু জানলে, ঘটেছে ঘটনা
কিছুই জানোনা, বলার ইচ্ছে
বানিয়ে বললে, সেটা মিথ্যে না!


যে কথাতে আছে স্বার্থের ছোঁয়া
সেখানে মিথ্যে করে আনাগোনা
মিথ্যে বলার কারণই তো লাভ
যদিও পরেই এই লাভ নোনা।


কথা যত হবে পুনরাবৃত্তি
তত বদলাবে মিথ্যের রূপ
ধীরে ধীরে এসে যাবে বিশ্বাস
কথা শুনে হবে সকলেই চুপ।


মিথ্যেকে ঢাকা, কাজ কি কঠিন!
একটা ঢাকনা বানালেই হলো
কেন ঢাকনাটা পাল্টে যে দাও!
তাতেই মিথ্যে হয় টলোমলো।


তুমি মিথ্যেকে করেছ মহান
রেখে সত্যকে, দূরে বহুদূরে
গড়েও নিয়েছ মিথ্যের ভিত
বিরাজ করছ তারই উপরে।


মিথ্যে তোমাকে দিয়েছে অর্থ
জানাতে পারেনি মিথ্যের সাজা
তুমিও ভাবনি শেষ পরিণাম
তুমি যে তখন লাভে লাভে রাজা।


আজকে মিথ্যে হয়েছে প্রকাশ
তুমিও মিথ্যেবাদীর আসনে
যে জীবন ছিল এতদিন ধরে
চলে গেল আজ অতীতের ঘরে।


জীবন কাটছে জেল কুঠুরীতে
ভাবনাতে শুধু অতীতের ভুল
তোমার জীবন আজ সত্যের
তাই নিয়ে তুমি ঝরে পরা ফুল।


সুবীর সেনগুপ্ত