//মিথ্যের ভিত হয় ক্ষণস্থায়ী//


মিথ্যের ভিত গড়ে না অতীত
তাও কেন বিকৃত ইতিহাস!
এই কুকর্ম রাজনেতাদের
তাঁরাই আসলে ক্ষমতার দাস।


ইচ্ছা কী গড়ে কোনো শিক্ষক!
না পারে গড়তে একটি উকীল
পেশাগত শিক্ষার থেকে পেশা
আন্দাজে ছোঁড়া যায় নাকি ঢিল!


স্নাতক না হয়ে হয়েছে শিল্পী
হয়ে গেছে নামজাদা কারিগর
হাতে-কলমের কাজ শেখা যায়
দক্ষতা পায় এই কাজে দর।


একটি কাজের খুব প্রয়োজন
যে কাজ করবে আয় আয়োজন
করতে করতে হয়ে যাবে পেশা
কেন মিথ্যের হবে আগমণ!


করে যেতে কাজ, প্রাণের সৃষ্টি
প্রাণ বেঁচে থাকে করে করে কাজ
স্থির হয়ে গেলে প্রাণের মরন
কাজ ভালো হলে পরা যায় তাজ।


মিথ্যে পারেনা চালাতে যন্ত্র
সফল হয়না কখনো আঁকতে
মিথ্যে সফল বোকা বানাতেই
রাজনীতি করা নিয়েই মিথ্যে।


জনতার ধারণাকে ঘোরাতেই
বদল করতে হবে ইতিহাস
সেটা সম্ভব ক্ষমতার বলে
মিথ্যের আশ্রয়ে নেওয়া শ্বাস।


যে দল যখন আসে ক্ষমতায়
ইতিহাসবিদ বদলেও যায়
শাসকের বলা তারা লিখে যায়
ক্ষমতার সেবা নতুন লেখায়।


রাজনীতি পেশা বলাই যায় না
রাজনীতি সেবা হওয়াই উচিৎ
কিন্তু সমাজে স্বার্থ প্রধান
সত্যের পরিবর্তে অতীত।


মিথ্যের ভিত কিছুই গড়ে না
না ভবিষ্যৎ কিংবা অতীত
মিথ্যের ভিত ভীষণ ঠুনকো
গাইতে পারেনা সুরে সুরে গীত।


সুবীর সেনগুপ্ত