মিথ্যের ভিত।
।।সুবীর সেনগুপ্ত।।


কথা বললেই
হচ্ছ অবাক
কি ব্যাপার, তুমি বলতো!...
এমন কিছুই
বলিনি তো আমি
যাতে চোখ বড় হয় তো!


যা কিছু বলছি
সবই তো শুনছ
এত মনোযোগ দেখিনি...
সাধারণ কথা
আগেও শুনেছ
আজকে প্রথম শোননি।


মনেই হচ্ছে
এই ব্যবহার
বেশ তো অস্বাভাবিক...
লাগছে না ভালো
এই আচরণ
এ কি নয় যান্ত্রিক!


করেই যাচ্ছ
তুমি শুধু ভান
সন্দেহ বেড়ে যাচ্ছেই...
করতে চাইছ
আমাকেই খুশী
এই চিন্তাটা আসছেই।


নদী চাও, নাকি
তার জল চাও
থাকলেই, পেতে পারবে...
চাও প্রয়োজনে
কখনো ভেবোনা
আদায় করেই ছাড়বে।


আজ তুমি নও
সাধারণ তুমি
যেমন ছিলেই কালকে...
অভিনয়টাকে
করেছ বিষয়
কি বলার আছে আজকে!


সহায়তা চাই
বলো সোজাসুজি
করতে পারলে করব...
'না' বলার হলে
বলবও তাই
আমি বাস্তবে থাকব।


তুমি যে অবাক
দেখাতে চেয়েছ
তাই দেখে আমি স্তম্ভিত...
কি এই জীবন
যেটাকে বাঁচাতে
নিতে হবে মিথ্যের ভিত!