কিছু কিছু দিলে, খুলে যাবে এক পথ
যে পথ মহান, আর সন্মান আলবৎ|


মহান হলেও, সে পথ হয় না স্থায়ী
পরে লাঞ্ছনা, পেয়ে মনে হয় দায়ী|


বিনা প্রশ্নের, দেওয়াতে মান চূড়ান্ত
নচেৎ, দেওয়ার মান দেখবেই অন্ত|


সুখ্যাতি আছে, দেওয়ার সাথেই যুক্ত
দেওয়া হারালেই সুখ্যাতি অবলুপ্ত|


কি দিলে বাড়বে, মান সন্মান জীবনে!
কার কাছে আছে, এর উত্তর কে জানে!


মহান হওয়ার, কামনা হয় না ব্যক্ত!
কিন্তু এমন, বাসনাতে মন আসক্ত|


মহান হওয়ার, ইচ্ছেতে নেই দোষ
না হতে পারলে, কেন হবে আফশোষ!


না দিলেও, এসে যায় বহু মান সন্মান
সেই সম্মানে, হয় না কেউ মহান|


জনতা দিলেই বেশী করে মান সন্মান
খুলে যাবে দ্বার, আসবে ছুটে 'মহান'|


না দিয়ে হয়েছে, অনেক লোক মহান
তাঁরাও দিয়েছে, নিহিত তাঁদের দান|


মহান কাজের, থেকে দূরে কিছু লোক
মহানতা কিনে, নিতেই তাদের ঝোঁক|


স্বার্থ বাঁচিয়ে, তারা কিছু কিছু দেয়
সে দেওয়ায়, শুধু অর্থের অপচয়|


দিলে ভালো, আর না দিলেই যদি মন্দ
কি ভাবে আসবে, জীবনের মাঝে ছন্দ!


দেওয়া আর নেওয়া কখনো বন্ধ হবে না
এই দেওয়া নেওয়া স্বার্থ জড়িয়ে হয় না|


কিছু কিছু দিয়ে, মহান হওয়ার মতলব
হতেই পারেনা, এই জীবনের গৌরব|