এই মন আঁকছে
তুলিহীন হাত
সকাল বিকেল দুপুর ও রাত
এঁকেই চলেছে
কতই দৃশ্য
সুমধুর হাসি, ঘাত সংঘাত।


এঁকে এঁকে মন
উপভোগ করে
যত্ন করে তো কোথাও রাখেনা
যা কিছু আঁকছে
স্মৃতি নয় কিছু
সব কিছু আঁকে, নিয়ে কল্পনা।


যত আঁকে মন
তত ভালো লাগে
বিচরণ করি অন্য জগতে
যা কিছু আঁকেনা
থাকে না তো মনে
মনে হয় সব পেয়েছি আঁকাতে।


আমার এ মন
আঁকতে শিখেছে
কি করে শিখল, সেটাই তো ভাবি
সরল ভাবনা
আর মনোযোগ
বোধহয় মনের আঁকারই চাবি।


যখন মনটা
আঁকত না কিছু
আমি চাইতাম সব বেশী বেশী
এখন মনটা
আঁকে কত ছবি
বেশী নিয়ে আর নয় রেষারেষি।


সবার মন কি
আমার মতন
এই ভাবনাও আছে মন জুড়ে
তাই যদি হয়
তবে কেন নয়
রেষারেষি সব অতীতের ঘরে!


তপন সহায়
পবন সহায়
তাই আছে প্রাণ, করে যাই দাবী
দাবী তো অনেনা
মনমতো সুখ
যেটা দেয় মন এঁকে এঁকে ছবি।