//মন বিভাজন//


অকারণে খুঁজি কেন যে কারণ!
অযথাই করি মন বিভাজন
অশান্তি কেন গড়ি বারেবারে!
জবাব যাই হোক, সব নড়বড়ে।


চাওয়া ঘিরে রাখে সবার জীবন
এই ঘেরার মাঝে হাজার কারণ
প্রতি কারণ কি হয় যথাযথ!
এর জবাবেও খাই থতমত।


চাওয়া অনন্ত, পাওয়া সীমানায়
হিসেব মেলানো হয়ে যায় দায়
তখনি কারণে চলে যায় মন
কারণে কিছুটা শান্ত জীবন।


কিছুটা শান্ত হলেও জীবন
অশান্ত হয়ে যায় পরক্ষণ
তারপরে ফিরে যাই সেই চক্রে
করে ফেলি এই মন বিভাজন।


সুবীর সেনগুপ্ত