কোথাও হারিয়ে যায়নি এ মন
কি করে হারাবে! করি যে যতন|


মন যে পৃথক, সেটা বেশ বুঝি
যদিও জানিনা মনের ঠিকুজি|


মনটা কি এই শরীরে বন্দী!
নাকি শরীরের সাথেই সন্ধি|


মন তো হবেই শরীরের ভাগ
সবই অনুমান, কল্পিত বাগ|


মন তো আছেই, হবে কি বিচার!
অনুভব করি এই উপহার|


মন দূরে যায়, যায় না হারিয়ে
থাকে বেশ কানা-মাছি খেলা নিয়ে|


কোন অঙ্গে মন, বেঁধেছে যা বাসা
ধারণাটা এই মাথাতেই ঠাসা|


অবসাদ বলো, বলো খুশী ভাব
সব কিছুতেই মনের প্রভাব|


শরীরের সাজ, অকাজ সুকাজ
কিংবা কুকাজ, মনেই বিরাজ|


দেখিনি মনকে, দেখতে পাবো না
দেখা প্রচেষ্টা, হয়ে গেছে কানা|


অন্ধ হবেনা আমার দৃষ্টি
মনটা বোঝাবে, কি অনাসৃষ্টি|


কখনো শরীর যায় তো হারিয়ে
অজানা অচেনা অভিযান ছুঁয়ে|


তখন তো ত্রাণকর্তাই মন
প্রহরীর কাজে মুখ্য সাধন|


কষ্ট করে কি পেয়েছি এ মন!
তা নয়, মন তো সহজ রতন|


অতি দুর্লভ উপহারখানি
একবারই পাওয়া, তাও আমি মানি||


এ মন হারাবে, কোনো এক ক্ষণে
কোনো একদিন, কোনো এক স্থানে|


হারাবে, কারণ বাসস্থান নেই
সাথে নিয়ে যাবে, ভাবনার খেই|