মন এর নিয়ন্ত্রণ প্রয়োজন।
।।সুবীর সেনগুপ্ত।।


কামনা যখন জাগে নিভৃতে
থাকেনা তখন মন বাস্তবে
শরীরটা চায় কিছু অভিনব করতে...
বিচিত্র কাজ, মনে ভেসে ওঠে
যা আসে না মনে, প্রচলিত মতে
শরীরের এই, ইচ্ছাটাও হয় মানতে।


কামনা, বাসনা, ইচ্ছা ও আশা
জাগতেই পারে, বাড়লে পিপাসা
এরকমই ঘটে যাচ্চে, সকল জীবনে...
নয় প্রতিকার, নয় প্রতিরোধ
নিভৃতে মন, স্বাধীন অবোধ
চেয়ে থাকে মন, শরীরটা যাক স্বপনে।


কামনা বাসনা, জানে না সীমানা
শৃঙ্খলা মেনে, চলতে পারে না
করে না কখনো, সময়ের সাথে চুক্তি...
অনির্ভরযোগ্য, হলেও তা চাই
এসে গেলে মনে, বাসা বাঁধবেই
মনকে চালাবে, না মেনেই কোনো যুক্তি।


কামনা বাসনা, নিয়ে বসবাস
গড়ে ওঠে, অপ্রাকৃত উচ্ছ্বাস
মনে হয় যেন, আসছে জীবনে মোড়...
দিন গত হয়, সাধও হারায়
হাজার প্রশ্ন, মনকে জড়ায়
বিশ্বাস ভেঙে, চূড়মার হয়ে কাটে ঘোর।


কামনা বাসনা, থাকতেই হবে
থেকেই এ মন, ঢাকতে থাকবে
ঢাকনাটা খুলে, ফেলবার চাই ক্ষমতা...
যে রেখেছে, এই মন নিয়ন্ত্রণে
কামনা বাসনা, তার নিয়ন্ত্রণে
হতেও পারছে, কাঙাল কিংবা দাতা।


কামনা বাসনা, মানে না শাসন
এটা না বুঝলে, হয় না জীবন
অনুভবে এনে, বুঝলেই বোঝা যাবে...
লোভ আকাঙ্খা, এতে জুড়ে দিলে
আগামীর দিন, যাবেই বিফলে
আশার মরন, অকালেই হয়ে যাবে।