//মন যে দেখিনা ভুবনের কোনো কোণে//


কয়েক দশক পার করে এসে
পুরোনো মনকে খুব ভালবেসে
আজও এগিয়ে যাচ্ছে আমার প্রবীণ জীবন…
মনটা পুরোনো, ভাবনা নতুন
প্রতি ক্ষণে নব ভাবনার ধূন
নবীন ভাবনা রেখেছে সচল অনুক্ষণ|


একদিন ছিল যে মন তরুণ
বৃদ্ধ কি আজ হয়েছে সে মন!
বৃদ্ধ কি হয় কোনো মন কোনো কারণে!
শরীর বৃদ্ধ হয়, সে তো জানা
শরীরের পরিবর্তনও চেনা
মন তো দেখিনা ভুবনের কোনো কোণে|


শৈশব থেকে শুরু যে জীবন
পার করে কৈশোর যৌবন
মধ্য বয়স পার হয় ছোটাছুটি করে...
শেষ হয়ে যায় দৌড়ের খেলা
অবসর আসে আর নেই ঠেলা
বসে আর শুয়ে জীবনের মানে ঘরে|


দশক-পার এর এই যে ঘটনা
কখনোই নয় মনের ধারণা
ছয়-সাত দশক সকলেই করে পার...
আট নয় শতক সুদূরের পথ
যে যায় পৌঁছে, করেনা শপথ
মেনে নেয় তাঁর খুলে গেছে স্বর্গের দ্বার|


সুসংলগ্ন সময়ের ধারা
সেই সময়েই চলে চলাফেরা
এর ভিতরেই যা কিছু করার করছি...
তবে যে সময় পার হয়ে গেছে
ফিরে আসবেনা কখনোই কাছে
নব নব ভাব চেতনাতে নিয়ে খেলছি|