//মন খালি করা অসম্ভব//


প্রথমে করলে খালি
তারপরে চীৎকার, কেন খালি খালি!
কেন যে করলে খালি
যদি না ভালই লাগে কোনো কিছু খালি!


খালি হলে রাগ যত
ভরা হলে, তত খুশী হয় কী!
ভরা হবে, খালি হবে
যেটা করি সেটা হবে, ভয় কি!


কিছুই হয়না খালি
খালি না করলে সেই পরিচিত ডালি
নিজে নিজে খালি হলে
ধরাতে থাকত সব পাত্রই খালি।


গাড়ী চলে হু হু করে
খালি হয় ধীরে ধীরে জ্বালানি আধার
লিখতে লিখতে খালি
কলমে কলমে কালি তোমার আমার।


মানুষ-শূন্য পথ
মাঝরাতে পথ খালি প্রতি রাত্রেই
বেশী হেসে পেট খালি
বলে থাকি অহরহ এমন কথাই।


প্রখর গ্রীষ্মে খালি
ছোট ছোট নদীগুলো শহরে ও গ্রামে
দাতার কি ধন খালি!
তাই হলে, নাইবেই দাতা শুধু ঘামে।


বাগানের ফুল খালি
তুলে নিলে, কিংবা তা ঝরলে শুকিয়ে
বাগান হয় না খালি
গাছগুলো তখনো তো বেশ দাঁড়িয়ে।


গালি দিয়ে রাগ খালি
এ কী হতে পারে নাকি! হলে বেশ ভালো
গরীবের ঘর খালি
ভরতে পারলে ভরো, জ্বলে যাবে আলো।


খালি করা, আর ভরা
করা হবে যেরকম প্রয়োজন
কিন্তু যায় কী করা
খালি করা কখনোই কোনো মন!


মন খালি, মন ভরা
কথাগুলো কিছু নয়, অলীক কল্পনা
মন যদি খালি হয়
খালি হয়ে যাবে সব বাসনা কামনা।


সুবীর সেনগুপ্ত