মন ও আকাশ, এক নয় কি!
।। সুবীর সেনগুপ্ত।।


আকাশটা কালো হয়
আকাশটা লাল হয়
বিভিন্ন রঙে দেখি আকাশটা...
মনটাও কালো হয়
আবার সাদাও হয়
এক নাকি আকাশটা ও মনটা!


আকাশটা সীমাহীন
আকাশটা দিশাহীন
আকাশটা ভাবলেই বিস্ময়...
মনটাও সীমাহীন
দিশা নেই প্রতিদিন
মনটা কি আকাশের রূপ নয়!


আকাশটা মাপে নেই
পূব পশ্চিমে নেই
আকাশটা জুড়ে আছে সব দিক...
মনটাও মাপে নেই
দিকের বালাই নেই
দুটোই তো হতে পারে নির্ভীক।


আকাশে কত কি আছে
সব দূরে নেই কাছে
থাকবেও দূরে, আমি মানি তাই...
মনটাও ভরা আছে
ভরা কোনো এক ধাঁচে
আকাশ ও মন হবে নাকি ভাই!


আকাশ কি ধরা যায়!
নাকি পাশে নেওয়া যায়!
আকাশের স্বাধীনতা অনন্য...
মনটা কি ছোঁয়া যায়!
তাই কি কখনো হয়!
বলব কি দুটোই তো বন্য!


আকাশের বিশালতা
কোন তুলনাতে গাঁথা!
সমুদ্র ভাবলে কি ঠিক হবে!
বিশাল সমুদ্র
সীমা নিয়ে ক্ষুদ্র
উপমায় আনলে তা ভুল হবে।


আকাশ অপরিমিত
তার কতটুকু জ্ঞাত!
তার তুলনাতে আছে কিছু কি!
মনটা কি পরিমিত!
এ কি নয় অজ্ঞাত!
মন ও আকাশ এক নয় কি!