//মন সরবেই জ্ঞানে অজ্ঞানে//


মন সরে সরে যাবে কত দূর!
অজানা সেই দূরত্ব
মন সরে সরে যাবে একই দিকে!
তাও নয় ঠিক তথ্য।


মন সরে সরে খুঁজতে কি থাকে
অভীষ্ট এক লক্ষ্য!
হয়ত বা তাই, কিংবা তা নয়
মন কতটাই দক্ষ!


মন সরবেই জ্ঞানে অজ্ঞানে
দিবসে ও নিশীথে
মন সরবে না থাকলে ব্যস্ত
কর্মের বেড়ীতে।


মন গড়বেই অনেক শিল্প
অদৃশ্য শিল্পী মন
এ সব শিল্প কাজেই লাগে না
সব স্বান্তনা বন।


বাঁধাহীন মন অনবস্থিত
অস্থায়ী আচরণ
সরতেই থাকে গন্তব্য রহিত
চায় না নিতে আসন।


মন সরে যাবে সামনে পিছনে
ডাইনে এবং বামে
সরেও তো যাবে ঊর্ধ্বে অধতে
কখনো কি যাবে থেমে!


যেখানেই সরে যাক কোনো মন
ফিরবেই নিজ স্থানে
থাকবে না দূরে মন বহুক্ষণ
ফিরবে তীব্র টানে।


সুবীর সেনগুপ্ত