//মনে হলো, লিখলাম//


রাস্তাটা হবে খালি
থাকবে না ধুলোবালি
এই আশা হবে নাকি পূর্ণ!
ধূলোবালি থাকবেই
আরো গাড়ী চলবেই
এমন ভাবনা হবে চূর্ণ।


রাস্তাটা খালি চাও
কারণটা বলে দাও
অনুমান করতেই পারি...
অনুমান ঠিক নয়
ভুল তো হয়েই যায়
ঠিক জানাটাই দরকারী।


কারণ সে যাই হোক
রাস্তা ভরেই লোক
বহু যান থাকবেই সাথে...
রাস্তা কারোর নয়
করাও যায়না জয়
সকলের অধিকার রাস্তাতে।


খালি যদি পেতে চাও
অসময়ে চলে যাও
মাঝরাতে রাস্তার উপরে...
খোলা আকাশের নীচে
কালো রাস্তার পীচে
যা যা খুশী করে নাও বুক ভরে।


রাস্তা বানানো কেন!
এটা নিশ্চয়ই জানো
জেনে কেন রাস্তাটা খালি চাও!
সকলের প্রয়োজন
আগমন প্রগমন
রাস্তা থাকবে ভরা, মেনে নাও।


রাস্তা হবেই ভরা
সেই আশাতেই করা
যদি থাকে খালি, সে তো কারণে...
রাস্তা সরণী পথ
বেশী হোক, তাই মত
সহজে পেয়েও যাই প্রগতির মানে।


সুবীর সেনগুপ্ত