কেন কেন কেন, বলো কেন এত সংশয়!
সংশয় মানে, শুধু সময়ের অপচয়|


বিভ্রাট বিভ্রান্তি থাকবে পদে পদে
স্থায়ী যে হবে না, তাও জানা গেছে দলমতে|


আহারের পরিমান নিয়ে আছে সংশয়
উৎকৃষ্টতা, তাও সংশয়ে জড়িয়ে যায়|


'খাওয়ার সময়' সংশয় থেকে হয়নি বাদ
আর স্থান নিয়ে ইতিহাসে আছে বহু প্রবাদ|


যাত্রাতে কেন ভুগি সংশয়ে, বলো তো!
অজানার পথে আসবে নতুন, জানি তো|


দীর্ঘ জীবন হবে কি হবে না, জানা নাই
এই ভাবনায়, সংশয় জুড়ে লাভ নাই|


কে সমন পাবে অসুখের, এ অনিশ্চিত
তোমার আমার অনুমানে ফল বিপরীত|


পেয়েছি শরীর, যাতে জুড়ে গেছে মন
মনে সংশয়, এসেই যাচ্ছে অগণন|


জীবন উদ্ভাবনে ছিল না তো সংশয়!
কেন গড়ে তুলি সংশয়! যাতে শুধু ক্ষয়|


সফল হবো কি হবো-না, আসে সংশয়
অসফলতায় সংশয় আরো বেড়ে যায়|


সংস্কারের পাহাড় গড়েছি জীবনে
এর থেকে সংশয় আসে নাকি, কে জানে!


সংশয়ে যেতে লাগে না প্রকৃত বাহানা
সংশয় পাই, এ যেন মনের বাসনা|


একি তাই, নাকি অজ্ঞাত মনে অবসাদ!
কিংবা কি ভাবি, শঙ্কায় প্রতিরোধের ছাদ!