আগুন জ্বলেনি, জ্বলেছে তো মন
শিখার অভাব থাকবে
উত্তাপ, সে তো হবে অনুভূত
রাগে স্ফুলিঙ্গ ছুটবে|


মনটা জ্বলছে, পুড়ছে ভাবনা
হয়েও যাচ্ছে কদাকার
জমছে না ছাই, গড়ছে হিংসা
হিংসার থেকে হাহাকার|


প্রত্যেক মনে, জ্বলছে আগুন
কম বেশী অনুপাতে
ব্যবহারে, ভালো মন্দের ছোঁয়া
চোখে মুখে ফুটে ওঠে|


আগুন শক্তি, এ তো জ্ঞানে আছে
সবাই জ্বালায় রোজ
আগুনবিহীন, দিন যে যায় না
কামনাতে এই বোঝ|


সন্ধান করে, নিয়েছি জ্বালানি
আজকের কথা নয়
প্রারম্ভিকের, দিকে চেয়ে দ্যাখো
আগুনেই ছিল প্রত্যয়|


ইন্ধন লাগে, জ্বালাতে আগুন
কি লাগে মনকে জ্বালাতে!
কি সেই প্রেরণা, জাগে ইচ্ছাতে
মনকে দহন করতে!


ত্রিজগতে চাই, অনেক আগুন
অগুণিত আছে ভাস্কর
আগুন কি চাই, মনের মাঝারে!
আগুন, মনে অবান্তর|


আশা নেই, মনে থাকুক আগুন
তাও জ্বলে যায়, অজান্তে|
প্রতিরোধ করা যায় না কেন যে!
বিরোধ দূরের প্রান্তে|


মনের আগুন জ্বলছে, জ্বলবে
তবেই তো মন ক্রিয়াশীল
এতে তো হবেই, মনটা বিরোধী
গড়বে না কোনো মিল|

মনের আগুন