।।মনের দরজা খোলো, ঘরের দরজা নয়।।


দরজাটা খোলা রাখো
তবেই তো আসবে
আর যদি নাও আসে
কী আর ক্ষতি যে হবে!


না-আসা বা আসা সে তো
যে আসবে, তার হাতে
দরজাটা খোলা রাখা
সেটাই তোমার হাতে।


খোলা না রাখতে চাও
কেন খুলে রাখবে!
তোমার যা ইচ্ছা তা
কেউ কি তা কাড়বে!


দরজাটা খোলা আছে
দেখতে কি পাচ্ছ না!
সারাদিন খুলে রাখি
কই সে তো আসছে না!


নালিশ করছ তুমি
বলছি যা বুঝছ না
বোঝার চেষ্টা করো
তা না হলে বুঝবে না।


বিষয়টা ভালবাসা
ঘটনা সরল নয়
অভিজ্ঞতার সাথে
এগোলেই ভালো হয়।


যে আসতে চাইবে, সে
খুঁজবে না দরজাটা
খুঁজবে তোমার মন
রেখেছ কি খুলে সেটা!


মনের দরজা খোলো
ঘরের দরজা নয়
সে যদি জানতে পারে
এসে যাবে আঙ্গিনায়।


মনে ঢুকে গেলে পরে
তখন কেল্লা ফতে
এবার 'বন্ধ' 'খোলা'
থাকবে না ভাবনাতে।


সুবীর সেনগুপ্ত